রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪
ঢাকা রবিবার, ২৯ ডিসেম্বর, ২০২৪, ১৪ পৌষ ১৪৩১
The Daily Post

কোনাবাড়িতে ভবনের ওয়াল ধসে শিশু নিহত 

কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি

কোনাবাড়িতে ভবনের ওয়াল ধসে শিশু নিহত 

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী জরুন এলাকায় রিপন গ্রুপের নির্মাণাধীন ৫ তলা ভবনের তৃতীয় তলার ওয়াল ধসে পড়ে মুশফিক (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে কোনাবাড়ী পপুলার  হাসপাতালে ভির্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের মধ্যে তিনজকে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠানো হয়। 

গত বৃহস্পতিবার রাতে বৃষ্টির সময় কোনাবাড়ী থানাধীন জরুন হাজির ইটখোলা সংলগ্ন এলাকায় বাদল খানের বাসার সামনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ও ডিবিএল ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট উদ্ধার কাজ করে। 

আহতরা হলেন, রুবেল (৩৫) মোছা. মুক্তা (১৫), মো. জাহিদুল ইসলাম (২৮) এবং শহীদুল ইসলাম (২২)। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গার্মেন্টসের মালিক মো. ফারুক আহমেদের নির্মাণাধীন ৫তলা ভবনের ৩ তলার পূর্ব পাশের ১৫ ফিট উঁচু ওয়াল বৃষ্টির সময় হঠাৎ পাশের বাড়ির মোহাম্মদ বাচ্চু খানের টিনশেড বাড়ির উপর ধসে পড়ে ১৮টি রুমের ক্ষয়ক্ষতি হয়।

এসময় ধসে পড়া ওয়ালের নিচ থেকে ৫ জনকে জীবিত উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নেয়ার পর চার বছের শিশু মুশফিক মারা যায়। গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার এসআই শাখাওয়াত ইমতিয়াজ জানান, এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

টিএইচ